Languages

নিউ গড়িয়ায় বৃদ্ধাকে খুনের ঘটনায় গ্রেফতার আয়া, ধৃত এক পুরুষ সঙ্গীও

ওয়েব ডেস্ক: নিউ গড়িয়ায় পঞ্চসায়র থানা এলাকায় বৃদ্ধাকে খুনের ঘটনায় সন্দেহভাজন আয়া গ্রেফতার। সঙ্গে তাঁর এক পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। বৃদ্ধার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা হল। পুলিশের দাবি, বৃদ্ধাকে খুনের পর ওই দুই অভিযুক্ত বাড়ি থেকে সোনা-গয়না ও মূর্তি চুরি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, চুরির উদ্দেশ্যেই খুন।

শুক্রবার নিউ গড়িয়া পঞ্চসায় থানা এলাকার সুপার মার্কেট লাগোয়া এক আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৭৪ বছরের বিজয়া দাসের রক্তাক্ত দেহ। হাত-পা বাঁধা ছিল, মুখে সেলোটেপ আটকানো। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার স্বামী প্রসান্ত দাসকে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফরেনসিক দল এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেন। তদন্তে প্রথম থেকেই পুলিশের নজরে আসে বাড়ির আয়া আশালতা সরদারের ভূমিকা। জেরার সময় তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়তেই তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আয়ার নাম আশালতা সর্দার। বয়স ৩৬ বছর। তাঁর সঙ্গী ছিলেন ৪১ বছরের মহম্মদ জালাল মীর। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। দু’জনে মিলে বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর চক্রান্ত করেছিলেন। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।