এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা প্রশ্ন তুলেছেন— ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা এক জন ব্যাটারকে কেন বাদ দেওয়া হল?
এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, নির্বাচক কমিটি নাকি ভবিষ্যতে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব শ্রেয়সের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়, অজিত আগরকার অ্যান্ড কোংয়ের সাম্প্রতিক বৈঠকে এমন আলোচনা হয়েছে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনও পরিকল্পনা নেই। তাঁর কথায়, “শ্রেয়সকে অধিনায়ক করা হবে— এই খবর সম্পূর্ণ গুজব। বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”
বোর্ডের অবস্থান আরও পরিষ্কার হয় নির্বাচক প্রধান অজিত আগরকারের বক্তব্যে। দল ঘোষণার সময় তিনি বলেন, “শ্রেয়সের ক্ষেত্রে এটি কারও দোষ নয়। কেবল ১৫ জনকেই বেছে নেওয়া সম্ভব। আপাতত তাঁকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”
বিসিসিআই জানিয়েছে, রিজার্ভ তালিকাতেও শ্রেয়সকে রাখা হয়নি সচেতন সিদ্ধান্তে। তাঁদের যুক্তি, দলে অন্তর্ভুক্ত করেও যদি আইয়ারকে বেঞ্চে বসতে হয়, তাহলে তা তাঁর আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে। তাই আপাতত তাঁকে বাইরে রাখা হয়েছে।
রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও যখন নানা জল্পনা চলছে, তখন শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ায় আলোচনার ঝড় আরও জোরাল হয়েছে। তবে বোর্ডের স্পষ্ট বক্তব্যে পরিষ্কার, অন্তত এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে কোনও পরিবর্তনের পরিকল্পনা নেই।