Languages

রবিতে দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে চলবে গাড়ি

ওয়েব ডেস্ক: রবিবার দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জের। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

রবিতে দিনভর বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মেরামতির কাজ চলবে। ফলে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা ও হাওড়ার দিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না।দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল বন্ধ থাকলে, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন। এই পরিস্থিতিতে যানজট কমিয়ে যানচলাচল স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। তাই বিকল্প রুটে যান চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।

ট্রাফিক নির্দেশিকা জারি করা হল শনিবার। জানানো হয়েছে, নাগরিকদের সুরক্ষা এবং সুবিধার্থে সংস্কার বাধ্যতামূলক হয়ে পড়েছে বিদ্যাসাগর সেতুতে।মূলত দ্বিতীয় হুগলি ব্রিজের হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিংয়ের মেরামত করা হবে। আর সেই কারণে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে স্টিলের বিম ওঠানামা করানো হবে। এজন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে এই সেতুতে।

  • এজেসি রোড থেকে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াতের করবে।
  • হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ধরে সিজিআর রোড ব্যবহারকারীদের হাওড়া ব্রিজে যাবে।
  • কেপি রোড ব্যবহারকারীদের ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যাবে।
  • খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহন পূর্বমুখী হলে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড হয়ে -স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে।