Languages

ইস্ট-ওয়েস্ট, এয়ারপোর্ট ও বেলেঘাটায় লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন?

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের পরই গড়াল ইস্ট-ওয়েট ৩ রুটের মেট্রোর চাকা।শুক্রবার থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার পরিষেবা চালু হয়ে গিয়েছে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ছুটছে। তবে আগামী সোমবার থেকে নোয়াপাড়া থেকে কলকাতা এয়ারপোর্ট এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর পরিষেবা চালু করা হবে। এর পরে এই রুটের যাত্রীদের আগ্রহ এই রুটে সপ্তাহে কতগুলি মেট্রো মিলবে? কখন থেকে শুরু হবে পরিষেবা?

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের টাইমটেবিল

কলকাতা মেট্রোরেলের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, গ্রীন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই পরিষেবা মিলবে-সোমবার থেকে শনিবার পর্যন্ত। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১৮৬টি মেট্রো (৯৩টি আপ এবং ৯৩টি ডাউন) চালানো হবে। প্রতি ৮ মিনিট অন্তর পরিষেবা পাবেন যাত্রীরা। প্রথম ট্রেন: সকাল ৬:৩০ হাওড়া ময়দান থেকে। এবং সকাল ৬:৩২ সেক্টর ফাইভ থেকে। শেষ ট্রেন- রাত ৯:৪৫ হাওড়া ময়দান থেকে। এবং রাত ৯:৪৭ মিনিটে সেক্টর ফাইভ থেকে। রবিবার মিলবে ১০৪টি পরিষেবা। ১৫ মিনিট অন্তর মেট্রো। প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯:৪৫ মিনিটে।

নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট মেট্রোর টাইমটেবিল

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন আপ এবং ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো চালানো হবে। ১০-১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন। শনিবার এবং রবিবার ওই রুটে আপাতত মেট্রো না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: সকাল ৭ টা ৫৮ মিনিট। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: সকাল ৭ টা ৫৮ মিনিট। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: রাত ৮ টায় শেষ মেট্রো। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: রাত ৮ টায়।

কবি সুভাষ-বেলেঘাটা মেট্রোর টাইমটেবিল

নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট মেট্রোর মতোই কবি সুভাষ-বেলেঘাটা মেট্রোয় শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার থেকে পরিষেবা মিলবে। শনিবার এবং রবিবার মেট্রো চলবে না। দৈনিত ৬০টি মেট্রো চলবে। ২৫ মিনিট ছাড়া-ছাড়া মেট্রো চালানো হবে। কবি সুভাষ থেকে বেলেঘাটা: সকাল ৮ টা। বেলেঘাটা থেকে কবি সুভাষ: সকাল ৮ টা। কবি সুভাষ থেকে বেলেঘাটা: রাত ৮ টা ৫ মিনিট। বেলেঘাটা থেকে কবি সুভাষ: রাত ৮ টা ৫ মিনিট
এই তিনটি রুট চালু হলে মাত্র কয়েক মিনিটের মধ্যে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যাওয়া যাবে ৷ যা অফিস বা দিনের ব্যস্ত সময়ে যাত্রীদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে । আর সামনেই দুর্গাপুজো ৷ তাই পুজোয় প্যান্ডেল হপিং করার জন্য যে মেট্রো যাত্রীদের প্রথম পছন্দ হবে সেটা বলাই বাহুল্য ।