ওয়েব ডেস্ক: বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সম্পন্ন সংসদে বাদল অধিবেশনেও প্রায় প্রতিদিনই উঠেছে বাঙালি হেনস্থার কথা। রাস্তায় নেমে ভাষা আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী। যোগ দিয়েছেন সাধারণ মানুষ। প্রতিবাদের ভাষা বিভিন্ন রকমের হয়। শান্তিপুর ও ফুলিয়া এবার নতুন ধরনের প্রতিবাদ জানাচ্ছে। বাংলা ভাষার ওপর সন্ত্রাসের প্রতিবাদে এবার তাদের শাড়িতে রয়েছে বাংলা ভাষা।
শান্তিপুর ও ফুলিয়ার শাড়ি সব সময়ই মানুষের কাছে অত্যন্ত প্রিয়। নদীয়ার ফুলিয়ায় খ্যাতনামা শিল্পীরা তাদের শিল্পের ছোঁয়ায় মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের শাড়িতে ফুটিয়ে তোলেন বর্তমান অবস্থা। এখন চারদিকে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ চলছে। মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।
বাংলা ও বাঙালির আবেগে এবার নতুন সংযোজন ‘বাংলা পাড়ের’ শাড়ি। পুজোর বাজারে আসছে শান্তিপুর-ফুলিয়ার তাঁতশিল্পীদের এই অভিনব সৃষ্টিকর্ম। সুতোর টানে বাংলা হরফে মিলেমিশে যাবে ভাষা-ঐতিহ্য ও রবীন্দ্রনাথ-সত্যজিৎ। তরজার আবহে বাঙালির ভাবাবেগে নতুন বিপ্লব আনতে চলেছে এই শাড়ি। পুজোয় শুধু কলকাতা বা রাজ্য নয়। অর্ডার আসছে বিদেশ থেকেও। ব্যাবসায়ীরা জানাচ্ছেন, ‘চাহিদা আগে থাকলেও, এবছর চাহিদা আরও বেশি।