ওয়েব ডেস্ক: টিকটক কি ভারতে ফিরছে? ব্যবহারকারীদের কৌতূহল এখন তুঙ্গে। ২০২০ সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ডেটা সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে টিকটক সহ মোট ৫৯টি চীনা অ্যাপ হঠাৎ করেই নিষিদ্ধ করেছিল। এতে প্রায় ২০ কোটিরও বেশি ভারতীয় সক্রিয় ব্যবহারকারী এক ধাক্কায় প্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হন।
সম্প্রতি জানানো হয়েছে, টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট ভারতে মোবাইল এবং ল্যাপটপ— উভয় ডিভাইসেই খোলা যাচ্ছে। যদিও এক্স-এর কিছু ব্যবহারকারী জানিয়েছেন যে, তাঁদের ডিভাইসে সাইটটি এখনও চালু হচ্ছে না। অর্থাৎ, সাইট অ্যাক্সেস আংশিকভাবে সীমিত থাকতে পারে বা ধাপে ধাপে পরীক্ষা চালানো হচ্ছে। তবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে এখনও টিকটক পাওয়া যাচ্ছে না। ফলে ওয়েবসাইট সচল হলেও অ্যাপের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন এখনও হয়নি।
টিকটক ফিরে আসতে পারে—এই জল্পনার আরেকটি কারণ হল সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি। কিছুদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়নে “খোলামেলা ও গঠনমূলক” আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই মাঝে আসন্ন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদির চীন সফরের কথাও নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কিছুটা কমছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত সরকার এখনও টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা সরায়নি। কোম্পানির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি। ফলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া টিকটক ভারতে কার্যক্রম শুরু করতে পারবে না।