Languages

মোদির মেট্রো উদ্বোধনের দিনেই ‘নস্টালজিক’ মমতা!

কলকাতা শহরে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন কএওলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই প্রকল্পগুলির সূচনা হয়েছিল প্রায় ১৬ বছর আগে, যখন দেশের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উদ্বোধনের আগে বাংলার রাজনৈতিক মহলে ফের আলোচনায় উঠে এল মমতার ভূমিকা। নিজেও এদিন স্মৃতিচারণা করে এক সামাজিক মাধ্যম পোস্টে মুখ্যমন্ত্রী জানান, তিনি রেলমন্ত্রী থাকাকালীনই কলকাতার বিভিন্ন প্রান্তকে মেট্রো গ্রিডে যুক্ত করার স্বপ্ন দেখেছিলেন।

মমতা লেখেন, “রেলমন্ত্রী থাকাকালীন আমি কলকাতার মহানগরে একাধিক মেট্রো করিডরের পরিকল্পনা ও অনুমোদনের সৌভাগ্য পেয়েছিলাম। নকশা তৈরি, অর্থ বরাদ্দ, কাজের সূচনা— সবই তখন হয়েছিল। শহরের জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ভি-সহ বিভিন্ন প্রান্তকে মেট্রো গ্রিডের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা আমারই।”

তিনি আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও এই প্রকল্পগুলির বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। “রাজ্যের পক্ষ থেকে বিনামূল্যে জমি দিয়েছি, রাস্তা তৈরি করেছি, উচ্ছেদ হওয়া মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আমাদের মুখ্যসচিবরা ধারাবাহিক সমন্বয় বৈঠক করেছেন, যাতে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার মধ্যে কোনো অসুবিধা না হয়,” মন্তব্য মুখ্যমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের প্রস্তুতি চললেও তৃণমূল শিবির স্পষ্ট করে জানাচ্ছে, মেট্রোর এই বিস্তারের মূল পরিকল্পনা ও সূচনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই। শুক্রবার মমতা বলেন, “আজ আমাকে একটু নস্টালজিক হতে দিন।”