Languages

আচমকা বদলে গিয়েছে মোবাইলের ডায়ালার! এখন কী করবেন?

বৃহস্পতিবার বিকেলের পর থেকেই বহু মোবাইল ব্যবহারকারী হঠাৎ করে এক বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন। আর সেটি হল মোবাইল ফোনের ডায়ালারের নতুন চেহারা। কল করা বা রিসিভ করার সময় পরিচিত ইন্টারফেসের বদলে একেবারে নতুন ধাঁচের গুগল ডায়ালার দেখা যাচ্ছে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিবর্তন সম্পূর্ণ স্বাভাবিক এবং চিন্তার কিছু নেই।

আসলে গুগল সম্প্রতি তাদের অ্যাপগুলিতে ‘মেটেরিয়াল-৩ এক্সপ্রেসিভ’ (Material-3 Expressive) ডিজাইন চালু করেছে। এর ফলে ডায়ালার, মেসেজিংসহ গুগলের বেশ কিছু অ্যাপের ইন্টারফেস আমূল বদলে গিয়েছে। আপডেটটি ধাপে ধাপে চালু হওয়ায় এখনো সব ফোনে এই পরিবর্তন দেখা যাচ্ছে না।

মূলত যেসব মোবাইলে গুগলের নিজস্ব ডায়ালার ও মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়—যেমন Realme, Motorola, Google Pixel বা স্টক অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস—সেইসব ফোনেই বৃহস্পতিবার থেকে এই নতুন ডিজাইন চালু হয়েছে। কিন্তু Apple, Samsung, Oppo বা Vivo-র মতো ব্র্যান্ডের ফোনে সাধারণত তাদের নিজস্ব অ্যাপ ব্যবহৃত হয়, ফলে সেখানে এই পরিবর্তন দেখা যায়নি।

সংস্থা সূত্রে খবর, গত জুন থেকে গুগল এই নতুন ইন্টারফেসের উপর পরীক্ষা চালাচ্ছিল। কয়েক মাসের সেই পরীক্ষার পর অবশেষে বৃহৎ পরিসরে ব্যবহারকারীদের জন্য এই আপডেট উন্মুক্ত করা হয়েছে।