Languages

এবার ‘ভোটচুরি’ ইস্যুতে মামলা সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক:নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোটচুরির অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। মামলাকারীদের দাবি, প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। রোহিত পাণ্ডে নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন।

গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল। এমনকী ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রাও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা। গত ৭ আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করেন রাহুল। তাঁর দাবি, ছ’রকম ভাবে ভোটচুরি হচ্ছে। এমনকী ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোটচুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা। পাল্টা সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘ভোটচুরি’র মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।ভোটার তালিকায় কিছু ত্রুটি যে রয়েছে, সেটা মেনে নিয়েছে নির্বাচন কমিশনও। ‘ভোটচুরি’ ইস্যু এবার সুপ্রিম কোর্টে মামলায় দায়ের হয়েছে।

রোহিত পাণ্ডে নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁর বক্তব্য, গত ৭ আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। ওই অভিযোগ সত্যি হলে সেটা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। ওই মামলাকারীর দাবি, যতদিন না এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত SIR নিয়েও যদি কোনও অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশন না নিতে পারে সে নিয়েও নির্দেশ দিক আদালত।