ওয়েব ডেস্ক: একটা দেশলাই কাঠি যেমন সব কিছুকে জ্বালিয়ে ছারখার করে দেয়, তেমনি একটি দেশলাই বাক্স থেকে বচসার জেরে খুনের মতো ঘটনা ঘটেছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাথরসে।
একটা দেশলাই বাক্স। তা নিয়েই বিবাদের জেরে হাথরসে ছব সিং নামে এক প্রৌঢ়কে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামান্য একটা দেশলাই বাক্স থেকে খুনের ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তির বাড়িতে মদ্যপানের আসর বসেছিল। সেই মদ্যপানের আসরেই একটি দেশলাই বাক্স নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছিল। বচসা ক্রমে হাতাহাতির আকার নেয়। তারপরেই লোহার রড এনে জব সিংকে বেধড়ক মারধর করতে থাকে অভিযুক্ত সন্তোষ। মৃতের মাথায় লোহার রস দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ছব সিংয়ের। গৌহানা এবং নয়া নাগলা গ্রামের মাঝের এক এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পরেই এলাকা থেকে পালিয়েছিল সন্তোষ এবং কাল্লান। ঘটনার তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।