ওয়েব ডেস্ক: বড় বিপর্যয়ের সম্ভাবনার কথা শোনাচ্ছেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরের নিচে ক্রমাগত ফুঁসছে আগ্নেয়গিরি। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড়ো বিপর্যয়। অর্থাৎ অগ্নুৎপাত ঘটা এখন শুধু সময়ের অপেক্ষা।
সূত্রের খবর, অগ্নুৎপাত হওয়ার সতর্ক বার্তা ইতিমধ্যেই দিতে শুরু করেছে। দিনে ১০০০-এর বেশি বার কেঁপে উঠছে মাটি। এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘুরতে শুরু করলে গোটা বিশ্বের অনেক কিছুই ওলট-পালট হয়ে যেতে পারে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
প্রশান্ত মহাসাগর উপকূলে অবস্থিত আমেরিকার অরাগন অঙ্গরাজ্যটি। এই অরাগন সংলগ্ন এলাকায়, প্রশান্ত মহাসাগরের নীচে অবস্থিত (এক্সিয়াল সিমাউন্ট)। এই আগ্নেয়গিরিটি ফুঁসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের প্রায় এক মাইল নীচে অবস্থিত এই আগ্নেয়গিরিটি। অরাগন উপকূল থেকে এর দূরত্ব প্রায় ৩০০ মাইল। হুয়ান দে ফুকা শৈলশিরা বরাবর অবস্থিত এক্সিয়াল সিমাউন্ট।
অতীতে একাধিক বার Axial Seamount থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। সম্প্রতি ১৯৯৮, ২০১১ এবং ২০১৫ সালে অগ্ন্যুৎপাত ঘটেছে জলের নীচে। ২০২৫ শেষ হতে হতে ফের একবার Axial Seamount-এর জ্বালামুখ থেকে লাভা নির্গত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের দাবি, আগ্নেয়গিরি সংলগ্ন সমুদ্রের তলদেশ ইতিমধ্যেই ফুলে উঠেছে। ২০১৫ সালে অগ্ন্যুৎপাতের আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার কেঁপে উঠছে মাটি। তীব্রতা কম হলেও বারবার মাটি কেঁপে ওঠার ঘটনায় আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।