ওয়েব ডেস্ক: নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় তাঁর উপর এক যুবক হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন। কী কারণে অভিযুক্তরা এই হামলা চালিয়েছে, তা দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানি করছিলেন। এদিন সকালেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। সবার অভাব অভিযোগ শুনছিলেন। হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। মুখ্যমন্ত্রীর হাতে কাগজ তুলে দেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীকে তিনি চড় মারেন এবং চুল ধরে টানেন বলে অভিযোগ। ওই যুবককে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। ঘটনার পর চিকিৎসকদের দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যায়। মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে।
অভিযুক্ত যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কোনও বিষয়ে বিরক্ত ছিলেন নাকি কোনও ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। হামলার পর বিজেপি নেতা ও দিল্লি পুলিশের আধিকারিক মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ঘটনায় দিল্লির নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।