ওয়েব ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। বড় রাস্তা থেকে অলিগলি প্রায় সর্বত্রই জল থইথই। বিপর্যস্ত রেল পরিষেবা। যোগাযোগ ব্যবস্থার অবস্থা তথৈবচ। মঙ্গলবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন অনেকে। রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে ভারী বৃষ্টির জেরে তা ব্যাহত হচ্ছে।
ভারী বৃষ্টির কারণে রেল এবং বিমান পরিষেবা ব্যাহত। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে রেল। লোকাল হোক বা এক্সপ্রেস— বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। ইন্ডিগো, স্পাইসজেটের মতো বিমান সংস্থাগুলি বুধবার সকালে যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে। স্কুল, কলেজ বন্ধের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মুম্বই বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে বুধবারের কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টিতে মনোরেল বিপর্যয়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। সব মিলিয়ে দুই ট্রেন থেকে প্রায় ৮০০ জনকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে।
গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জেরে মহারাষ্ট্রের বিড জেলায় ১ জন মারা গিয়েছেন। মুম্বইতে ১ জন মারা গিয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। এবং নান্দেড় জেলায় ৪ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। মুম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলির বহু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে এখনই আতঙ্ক কাটছে না মুম্বইয়ের। বুধবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা খুবই উদ্বেগের।