Languages

এসএসসির রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: SSC নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন ২০১৬ সালের চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। যার ফলে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ই বহাল রইল। ফলে, পরীক্ষা দেওয়া ছাড়া আপাতত আর কোনও উপায় রইল না চাকরিহারাদের কাছে।

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারাদের একাংশ-সহ বিভিন্ন পক্ষ।এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সমস্ত পুনর্বিবেচনার আবেদনের সব ক’টি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। খারিজ রাজ্য এবং এসএসসির রিভিউ পিটিশনও। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে।