সৌন্দর্য ব্যবসার আড়ালে কোটি টাকার জালিয়াতি! পাঞ্জাব পুলিশ ও ইডির যৌথ তদন্তে গ্রেফতার হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সন্দীপা ভির্ক। ইনস্টাগ্রামে ১.২ মিলিয়ন ফলোয়ার থাকা এই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ, সৌন্দর্য পণ্য বিক্রির নামে আসলে চলছিল অর্থপাচারের চক্র।
তদন্তকারী সংস্থার দাবি, অনলাইনে এফডিএ অনুমোদিত প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্যের প্রচার করা হলেও বাস্তবে সেই পণ্য আদৌ ছিল না। ওয়েবসাইটে আর্থিক লেনদেনের সুবিধার উল্লেখ থাকলেও সেটিও কার্যকর ছিল না। গোটা ব্যবসাই ছিল কালো টাকা সাদা করার আড়াল। প্রথমে বিষয়টির সূত্র ধরে তদন্ত শুরু করে পাঞ্জাব পুলিশ। জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। পরে সেই মামলার ভিত্তিতেই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডির জেরায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, রিলায়েন্স ক্যাপিটালের প্রাক্তন ডিরেক্টর অঙ্গারি নটরাজন সেতুরামনের সঙ্গে সন্দীপার ঘনিষ্ঠ আর্থিক লেনদেন ছিল। সেতুরামনের বাসভবনে তল্লাশি চালিয়ে তার প্রমাণও মেলে। এমনকি ২০১৮ সালে প্রায় ৪০ কোটি টাকার গৃহঋণ সন্দীপাকে দেওয়া হয়েছিল, যার শর্তাবলি ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। অভিযোগ, সেই ঋণের অর্থ পরিশোধও করা হয়নি। তদন্তকারীদের দাবি, এভাবেই বিপুল অঙ্কের অর্থ নানা জায়গায় পাচার হয়েছে। যদিও সেতুরামন নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।