Languages

প্রিন্সেপ ঘাট হত্যাকাণ্ডের কিনারা! বড়বাজার থেকে গ্রেফতার ৪

প্রিন্সেপ ঘাট স্টেশনে এক যুবকের খুনের রহস্য উন্মোচন করল চিৎপুর রেল পুলিশ। নিহতের নাম অরবিন্দ মণ্ডল (২০)। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, টাকা চুরির অভিযোগ থেকেই ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার জনকে বড়বাজার স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত আরমানও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, অরবিন্দ দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় পকেটমারি ও চুরির সঙ্গে জড়িত ছিল। ধৃতদের দাবি, স্বাধীনতা দিবসের দিন (১৫ আগস্ট) আরমানের প্রায় ৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। তার অভিযোগ, এই চুরির পিছনে ছিল অরবিন্দ। এর আগে নাকি দু’ থেকে তিন বার একই ঘটনা ঘটিয়েছিল সে।

এর পরদিন, ১৬ আগস্ট, প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে আরমানসহ আরও তিনজন। বিকেলে প্রিন্সেপ ঘাট স্টেশনে গিয়ে তারা দেখতে পায় প্ল্যাটফর্মে ঘুমোচ্ছে অরবিন্দ। অভিযোগ, তখনই আরমান ঘুমন্ত অরবিন্দের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় অরবিন্দের মৃত্যু হয়।

এই ঘটনায় চিৎপুর জিআরপি ভারতীয় দণ্ডবিধির ১০৩ ধারায় খুনের মামলা রুজু করেছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশের দাবি, তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে।