ওয়েব ডেস্ক:জগদীপ ধনকড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে রবিবার সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে বিজেপি। উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী সিকে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে বিরোধীরাও বেছে নিলেন এক দক্ষিণীকেই। মঙ্গলবার দুপুরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার জোটের শরিকরা বৈঠকে বসেছিলেন। বৈঠকের পর সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে প্রার্থী নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট। মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। ফলে ধনকড়ের ছেড়ে যাওয়া আসনে মুখোমুখি লড়াইয়ে এবার রাধাকৃষ্ণণ, রেড্ডি।
সোমবার সন্ধ্যায় খড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফের কংগ্রেস সভাপতির বাড়িতে সংসদের সব বিরোধী দলের নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকের পরেই প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করলেন খড়্গে। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে রবিবার সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে বিজেপি। বিরোধীদের কাছে মোদি অনুরোধ জানিয়েছেন, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে যেন প্রত্যকে দলই সমর্থন করেন। কিন্তু সেই অনুরোধ না রেখে সম্মুখসমরে নামল ইন্ডিয়া জোট। তাঁরা সর্বসম্মতিক্রমে অন্ধ্রের বাসিন্দা, প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।