ওয়েব ডেস্ক: এবার এই বিমানবন্দর থেকে খুব কম সময়ে চলে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কারণ, আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন। পাশাপাশি চালু হচ্ছে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর-৫ পর্যন্ত রুট।
কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। বিমানবন্দর অর্থাৎ জয়-হিন্দ মেট্রো স্টেশনের উদ্বোধন হয়ে গেলেই খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। শুধু তাই নয়, বাইপাসের জ্যাম এড়িয়ে চলে যাওয়া যাবে বারাসত থেকে কবি সুভাষ। অর্থাৎ, উত্তর থেকে দক্ষিণ জুড়বে খুব সহজেই। মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের পর এবার কলকাতা বিমানবন্দর হল দেশের পঞ্চম বিমানবন্দর, যেখানে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হতে চলেছে। যাতায়াতের করতে আরও জন্য ক্যাব বা প্রিপেইড ট্যাক্সির উপর নির্ভর করতে হবে না। কম সময়ে, কম খরচে, যাত্রা করতে পারবেন কলকাতাবাসী। এই নতুন রুট চালুর ফলে কলকাতার ব্যস্ততম জোনগুলিতে যাতায়াত আরও সহজ হবে। রুবি হাসপাতাল মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত রুট চালু হলে পূর্ব কলকাতা ও দক্ষিণ কলকাতার মধ্যে যোগাযোগ অনেক দ্রুত হবে। অন্যদিকে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত করলে যাত্রীদের সময় বাঁচবে অনেকটাই।
মেট্রোর তরফে জানানো হয়েছে, নোয়াপাড়া থেকে বারাসত (হলুদ লাইন) মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে ১৮.১৩ কিলোমিটার। এই করিডরের ১২.৭৭ কিলোমিটার অংশ মাটির উপরে থাকা ব্রিজ দিয়ে যাবে। বাকি ৫.৩৬ কিলোমিটার অংশ ভূ-গর্ভের দিয়ে যাবে। এই প্রকল্পের মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭.০৪ কিমি অংশের কাজ শেষ। নতুন রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া ৭০ টাকা ঠিক করা হয়েছে।
বিমানবন্দর – যশোর রোড: ৫ টাকা
বিমানবন্দর – দমদম
ক্যান্টনমেন্ট: ১০ টাকা
বিমানবন্দর – নোয়াপাড়া: ২০ টাকা
বিমানবন্দর – চাঁদনি চক বা এসপ্ল্যানেড: ৪০ টাকা
বিমানবন্দর – কবি সুভাষ: ৪৫ টাকা
বিমানবন্দর – রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): ৬৫ টাকা
বিমানবন্দর – হাওড়া: ৫০ টাকা
বিমানবন্দর – সেক্টর-৫ বা করুণাময়ী: ৭০ টাকা