ওয়েব ডেস্ক: গাজায় ৬০ দিনের সংঘর্ষবিরতিতে রাজি হামাস। রক্তক্ষয়ী যুদ্ধ ও দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে নতুন করে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। হামাসের পক্ষ থেকে সম্মতি দিয়ে জানানো হয়েছে,সর্বশেষ যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি প্রস্তাবে রাজি। মিশর ও কাতারের উদ্যোগে আনা প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে হামাস দুই ধাপে তাদের হাতে থাকা প্রায় অর্ধেক ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে। মনে করা হচ্ছে, অবশিষ্ট ৫০ বন্দির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন।
এই সময়ের মধ্যে স্থায়ীভাবে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
সপ্তাহের শুরুতে তেল আবিবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা হামাসের সঙ্গে দ্রুত চুক্তি করে বন্দিদের ফেরত আনে। কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তাদের অবস্থান হামাসের আলোচনাকে আরও কঠিন করে তুলছে।