ওয়েব ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষ জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের একটি মামলায় সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি এম এম সুন্ড্রেশ এর বেঞ্চ জামিন মঞ্জুর করে। তবে এই মুহূর্তে জেল মুক্তি নয়। কলকাতা হাইকোর্টে এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী জামিনের আবেদন নাকচ করে। সেই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় পার্থ চট্টোপাধ্যায়। কারণ অন্য সিবিআই মামলায় তিনি হেফাজতে আছেন।
নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। তবে এই মুহূর্তে জেল থেকে মুক্তি পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, ইডি মামলায় যে শর্তে তিনি জামিন পেয়েছিলেন, সিবিআই মামলাতেও একই শর্ত কার্যকর থাকবে। তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। নিয়মিত হাজিরা দিতে হবে। এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি নেই।