ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত হেনস্তার শিকার হচ্ছেন বাংলা থেকে যাওয়া শ্রমিকরা। কখনও তাদের আটক করে রেখে হেনস্থা করা হচ্ছে, কখনও আবার পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হচ্ছে। মারধর করা থেকে শুরু করে সব ধরনের হেনস্তা করা হচ্ছে তাদের। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মন্ত্রিসভার বৈঠক করেছেন তিনি। সোমবার ফের মন্ত্রিসভার ডাক দেওয়া হয়েছে। এদিন বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসবেন তিনি। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে বড় কোন সিদ্ধান্ত নিতে পারেন।
সাধারণত মন্ত্রিসভার একটি বৈঠকের সঙ্গে পরের বৈঠকের মধ্যে ব্যবধান রাখতে হয় দশ দিন। কিন্তু গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকের আয়োজন করার কথা জানানো হয়েছে। মন্ত্রিসভার একটা বৈঠকের শেষে অন্য আরেকটির তড়িঘড়ি আয়োজন করায় কৌতুহল তৈরি হয়েছে শীর্ষ আধিকারিকদের মধ্যে। কি কি বিষয়ে এখানে আলোচনা হতে পারে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। জরুরী ভিত্তিতে এই বৈঠক ডাকায় আলোচনা শুরু হয়েছে নবান্নের অন্দরে। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তৈরি হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের হেনস্তার শিকার হতে হচ্ছে। মনে করা হচ্ছে সোমবারের বৈঠকে এসআইআর সহ পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ উঠে আসতে পারে।
সোমবারের মন্ত্রিসভার বৈঠকের জন্য সকলেই প্রস্তুত। শীর্ষ আধিকারিকদের সকলেই উপস্থিত থাকতে পারেন বলে মনে কার হচ্ছে। গত মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন বিকেলে এই বৈঠকের পরেই জানা যাবে নতুন কী বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।