Languages

বাবর, রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবচেয়ে বড় চমক হল, দলে জায়গা পাননি দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তাঁদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলি আঘাকে। এই নতুন অধিনায়কের অধীনে এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও নামবে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে লজ্জাজনক হারের পর থেকেই বাবর-রিজওয়ানের জায়গা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নির্বাচকরা ভরসা রাখলেন না এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপর। এর বদলে সুযোগ পেলেন শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফের মতো তারকারা। ব্যাটিং বিভাগে রয়েছেন ফখর জামান, খুশদিল শাহ এবং তরুণ উইকেটকিপার মহম্মদ হারিস।

পাকিস্তানের স্কোয়াড

সালমান আলি আঘা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটকিপার), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, সাইম আইয়ুব এবং সালমান মির্জা।