আচমকা হড়পা বানে বিপর্যস্ত চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার উরাত রিয়ার ব্যানার। ভয়াবহ বন্যায় সেখানে অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং আরও চার জন নিখোঁজ রয়েছেন। জানা গেছে, শনিবার রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে।
সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ওই সময় ১৩ জন মানুষ বাইরে ক্যাম্প করছিলেন। হঠাৎ প্রবল বন্যার জেরে তাঁরা বিপর্যস্ত হয়ে পড়েন। রবিবার সকাল পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান জারি রয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে পূর্ণমাত্রার উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছে। নিখোঁজদের পরিচয় যাচাই ও তাঁদের খোঁজে বিশেষ টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
উল্লেখ্য, চীনে গ্রীষ্মকালে প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়ায়। কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার প্রচণ্ড দাবদাহের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে চলতি আগস্টের শুরুতে উত্তর-পশ্চিম চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। জুলাই মাসে বেইজিংয়ে প্রবল বৃষ্টির জেরে মারা গিয়েছিলেন অন্তত ৪৪ জন। পাশাপাশি পাশের হেবেই প্রদেশে ভূমিধসে আরও আট জনের প্রাণহানি ঘটে।