Languages

তীব্র কম্পন, সুনামির সতর্কতা! দেশজুড়ে ছড়াল আতঙ্ক

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা। রবিবার ভোরে ব্যাপক কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা বিএনবিপি (BNPB) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোসো রিজেন্সি এলাকা। আশপাশের জেলাগুলিতেও প্রবলভাবে কম্পন অনুভূত হয়। সরকারি হিসাবে এ পর্যন্ত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি সংস্থা জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ত্রাণ ও উদ্ধার দল কাজ করছে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া প্রায়ই ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের মুখে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষই ঘনঘন ভূমিকম্পের প্রধান কারণ।