ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলায় সমালোচনার মুখে পড়েছিলেন জসপ্রীত বুমরাহ। তবে এবার তিনি নির্বাচকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন এশিয়া কাপে পুরো সময় খেলতে চান তিনি। নির্বাচনের সময় যেন তাঁর ইচ্ছা বিবেচনায় নেওয়া হয়, সেই আবেদনও করেছেন।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, নির্বাচকেরা আগামী ১৯ আগস্ট এশিয়া কাপের দল চূড়ান্ত করবেন। সেখানে বুমরাহ জায়গা পাবেন কি না, তা নিয়েই এখন জল্পনা। দেশের হয়ে আরও একটি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান ভারতীয় তারকা পেসার।
ইংল্যান্ড সফরে বুমরাহ খেলেছিলেন প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে। এর মধ্যে দুটি হেরেছে ভারত, একটি হয়েছে ড্র। অন্যদিকে, যে দুটি টেস্টে বুমরাহ খেলেননি, সেগুলোতে জয় এসেছে ভারতের ঝুলিতে। যদিও বুমরাহর অবদান অস্বীকার করছেন না কেউই। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টেস্টে লম্বা স্পেলে বোলিং করার ঝুঁকি থাকলেও এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে তাঁকে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। ফলে শরীরের উপর চাপও তুলনামূলক কম পড়বে। এ কারণেই এশিয়া কাপে খেলতে বেশি আগ্রহী তিনি।
ভারতীয় দল এশিয়া কাপে অংশ নিতে আগেভাগেই রওনা দেবে বলে ঠিক হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না রোহিত শর্মার দল। বেঙ্গালুরুতে একটি সংক্ষিপ্ত প্রস্তুতি শিবিরের পরিকল্পনা থাকলেও তা চূড়ান্ত হয়নি। টিম ম্যানেজমেন্টের ধারণা, আগে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেই যথেষ্ট হবে। যদিও দলের যাত্রার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।