ভারত সফর বাতিল করল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কের চাপের মধ্যেই এই বৈঠক দুই দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বাণিজ্য সম্পর্কের অচলাবস্থা কাটানোর আশায় যে আলো দেখা যাচ্ছিল, তা আপাতত নিভে গেল।
ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল ২৫ আগস্ট ভারতে আসার কথা ছিল। ৩০ আগস্ট পর্যন্ত ধারাবাহিক বৈঠকের কর্মসূচি নির্ধারিত হলেও শেষ মুহূর্তে সফর বাতিল করে আমেরিকা। আনুষ্ঠানিকভাবে কোনও কারণ উল্লেখ করা না হলেও সূত্রের দাবি, বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।
দুই দেশের বাণিজ্য আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুগ্ধ ও কৃষিজ পণ্য খাত। এই ক্ষেত্রে মার্কিন স্বার্থ রক্ষা করতে ভারত বারবার আপত্তি জানিয়েছে। দিল্লির দাবি, ক্ষুদ্র কৃষক ও গবাদি পশুপালকদের স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না। ইতিমধ্যেই পাঁচ দফা আলোচনায় কোনও সমাধানসূত্র বের হয়নি। ফলস্বরূপ, চুক্তির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প প্রশাসন ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায়। পরে রাশিয়া থেকে তেল আমদানি ইস্যুতে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন। ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ভারত তবে স্পষ্ট জানিয়েছে, রাশিয়ার তেল আমদানি বন্ধ করা সম্ভব নয়। বরং আগের তুলনায় মার্কিন তেল কেনা বাড়ালেও রুশ তেল কেনা সমান্তরালভাবে চলবে।