Languages

ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকের ঘটনায় গ্রেফতার পাঁচ

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কায় ঝলসে মৃত্যু হয়েছিল এক ডেলিভারি বয়ের। গত বুধবারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছলে তাঁদের লক্ষ্য করে ইঁটবৃষ্টি অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাগুইহাটি থানা ও পূর্ব বিধাননগর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে।

ঘটনাস্থল পরিদর্শন করে ফরেন্সিকের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নয়। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত বুধবার সল্টলেকের সিগনালে একটি বাইক দাঁড়িয়ে ছিল। সেই ভাই কে ছিলেন ডেলিভারি বয় সৌমেন মন্ডল। পৃথিবীতে দেখা গিয়েছে আচমকাই ডান দিক থেকে একটি বাড়ি এসে সজরে ধাক্কা মারে বাইকে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় তাতে। হয়েছে মৃত্যু হয় সৌমেন মন্ডলের। দুর্ঘটনার পর এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। পাল্টা হামলা চালায় জনতা। এবার তাদের মধ্যে থেকেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।