Languages

ফুটবল ম্যাচে বিতর্ক, রেফারিকে লাথি মেরে গ্রেফতার তৃণমূল নেতার ভাইপো

ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে রেফারিকে লাথি মারার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ওল্ড প্রদীপ সংঘের মাঠে। ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ উপলক্ষে সেখানে ছোটদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছেন—এই অভিযোগ তুলে আচমকাই মাঠে ঢুকে পড়েন রাজা খান এবং রেফারি লক্ষণ মান্ডিকে জনসমক্ষে লাথি মারেন।

আক্রান্ত রেফারি লক্ষণ মান্ডি খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সদস্য। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যও।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পরিচয়ে ভর করে এভাবে ক্রীড়া ক্ষেত্রে অরাজকতা তৈরি করা যায় কি না। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে কোতয়ালি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত রাজা খানকে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে মেদিনীপুর জজ কোর্টে পেশ করা হয়।