ওয়েব ডেস্ক: চোখে-মুখে প্রতিশোধের আগুন। মাথায় লম্বা উশকো খুশকো চুল, মুখ ভর্তি লম্বা দাড়ি, হাতে ধারালো অস্ত্র, করছেন ঘোর সওয়ারি। এভাবেই নয়া লুকে বৃহস্পতিবার সামনে এসেছিলেন দেব। এবার রঘু ডাকাত রূপে সামনে আসছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। একথা এখন সকলেরই জানা। চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল ছবির টিজার। রক্ত গরম করা টিজার দেখে মুগ্ধ দর্শকরা। স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল ছবির রক্ত গরম করা টিজার।
‘লোকে নাকি বলে, রঘু মা কালীর ব্যাটা….’। টিজারের শুরুতেই শোনা যায় এই সংলাপ। এদিকে দেবী কালীর উপাসনা করছে রঘু। কোনও রকম অন্যায়ের সঙ্গে আপস করতে নারাজ সে। দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকারের বুক চিরে সামনে এগিয়ে আসছে বাংলার বাঘ ‘রঘু ডাকাত’। ইংরেজদের হাত থেকে গরিবদের রক্ষা করার জন্য সে হাতে তুলে নিয়েছে হাতিয়ার। বিদ্রোহ তার শিরায়, প্রতিশোধ তার রক্তে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠে, গরিব মানুষদের রক্ষা করতে, সে হাতে তুলে নেয় হাতিয়ার। মারকাটারি অ্যাকশন, টানটান উত্তেজনায় ভরা টিজার নিঃসন্দেহে দর্শকদের প্রত্যাশা অনেকাংশে বাড়াল ‘রঘু ডাকাত’। টিজার থেকেই আন্দাজ মিলল।
সিনেমায় ওমকে দেখা যাবে দুর্লভ রায় চরিত্রে। রুপা গঙ্গোপাধ্যায় অভিনয় করবেন ডাকাত মা চরিত্রে। সোহিনী সরকার থাকবেন গুঞ্জার চরিত্রে এবং ইধিকা পাল অভিনয় করবেন সৌদামিনী চরিত্রে। সব থেকে বড় কথা, অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে খলনায়ক অহিন্দ্র বর্মনের চরিত্রে। তাঁর লুক চমকে দিয়েছে সকলকে।এই সিনেমায় শুধু চরিত্রের দিক থেকে নয়, বেশভূষায় দিক থেকেও রয়েছে প্রচুর চমক। ডাকাত মা চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়কে যেন চেনাই যাচ্ছে না। হাতে অস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, অভিনেত্রীর চোখের চাহনি যেন কথা বলছে।
সোহিনী এবং ইধিকা দুজনেই এই সিনেমায় দুই সাহসী নারীর চরিত্রে অভিনয় করছেন। খলচরিত্রে অহিন্দ্র বর্মনের ভূমিকায় চমক দিচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। বলাই বাহুল্য এরকম লুক কিংবা চরিত্রে এর আগে কখনও দেখা যায়নি অনির্বাণকে।