উত্তর পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। টানা বর্ষণে সৃষ্ট হড়পা বানে এবং ভূমিধসে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩২১ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা। শুধু এই প্রদেশেই ৩০৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ১৫ জন এবং শিশু ১৩ জন। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাহাড়ি জেলার অসংখ্য বাড়িঘর ভেঙে পড়েছে, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেসে গেছে বন্যার জলে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী নয়টি জেলায় ত্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত আছেন। তবে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুল্যান্স পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে উদ্ধারকর্মীদের পায়ে হেঁটে দুর্গম গ্রামে প্রবেশ করে মৃতদেহ উদ্ধারে নামতে হচ্ছে।
প্রাদেশিক সরকার বুনের, বাজৌর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বাত্তাগ্রাম জেলাকে দুর্যোগাক্রান্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এদিকে, আবহাওয়া দফতর উত্তর-পশ্চিম পাকিস্তানের জন্য নতুন ভারি বর্ষণের সতর্কবার্তা জারি করেছে।
এ বছরের অস্বাভাবিক বর্ষণ ইতিমধ্যেই পাকিস্তানজুড়ে ৬০০ জনের বেশি মানুষের প্রাণ নিয়েছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় যেমন দেশটির এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল, এবারও পরিস্থিতি তেমনই ভয়াবহ আকার নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।