ওয়েব ডেস্ক: দশ বছর পর বড়পর্দায় ফিরেছে দেব-শুভশ্রীর জুটি। দেশু জুটির নস্ট্যালজিয়ায় ভাসছে নেটভুবন। মুক্তিপ্রাপ্ত এই ছবি বাংলার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। মাত্র দু’ দিনেই তিন কোটির গণ্ডি পেরিয়েছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর পুনর্মিলনের নেপথ্যে অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই ‘যোগ্য পার্টনার’ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন নেটমহলের একাংশ। অনেকে ট্রোল করতেও ছাড়েননি। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন রুক্মিণী মৈত্র।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এক সংবাদমাধ্যমের কাছে রুক্মিণী বলেন, আমি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসি, তাই এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছিল তা দেখে খুব হাসি পাচ্ছিল। আমাদের ছবি হিট করেছে, তাই সব চলতে পারে, কোনও সমস্যা নেই। দেবকে কোনও দিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। রুক্মিণীর কথায়, আমরা ২০২৫-এ দাঁড়িয়ে সবাই পেশাদারিত্বটা বুঝি। তাই এই প্রশ্নগুলো উঠতেও পারে না। কার সম্পর্কের কী সমীকরণ সেটা দেখে তো বোঝা যায় না। দেব-শুভশ্রীকে একসঙ্গে এতবছর পর দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে যা হচ্ছে, তা কোনওভাবেউ রুক্মিণীকে প্রাভাবিত করতে পারেনি বলেই জানিয়েছেন দেবের প্রেমিকা।
এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, “দেবের প্রাক্তন আমার স্ত্রী।” অতীত সকলের থাকে তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয়, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক এও জানিয়েছেন যে, একাধিক কাজ থাকায় এদিনের অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। তবে দেশু জুটির ভক্ত তিনিও।