আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী। দিনটিকে ঘিরে ধানমন্ডির ৩২ নম্বরে, বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির সামনে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে এই বিশেষ দিনেও সেখানে ঘটে গেল উত্তেজনাপূর্ণ ঘটনা।
সকাল পৌনে ১০টার দিকে ফুল নিয়ে এক নারী বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসেন। নিজেকে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে তিনি পুলিশের কাছে অনুরোধ জানান ফুল দেওয়ার জন্য প্রবেশাধিকার দিতে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুলিশ তাঁকে প্রবেশে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয় এবং স্থানীয় কয়েকজন তাঁর হাতে থাকা ফুল ফেলে দেন। পরে পুলিশ তাঁকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দেয়।
পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আরেক ব্যক্তি, যিনি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে ফুল দিতে আসেন বলে জানান। তবে উত্তেজিত জনতার হাতে তিনি মারধরের শিকার হন এবং পুলিশ তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়।
এদিন ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সড়কের দুই পাশে ব্যারিকেড বসানো হয়, যান চলাচল বন্ধ থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সকাল থেকে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। পাশাপাশি ধানমন্ডি লেক পার্কে উচ্চ শব্দে গান বাজতে শোনা যায়, যা আয়োজকরা নিজেদের সাধারণ ছাত্র বলে পরিচয় দিয়ে করেন।