টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন। কয়েক দিন আগে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। এরপর প্রায় ছয় মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনুপস্থিত রোহিত শর্মা। তবু ব্যাট হাতে না নামলেও আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক—বাবর আজমকে পেছনে ফেলে উঠে এলেন দ্বিতীয় স্থানে।
আইসিসির প্রকাশিত নতুন তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। তাঁর রেটিং ৭৮৪। গিলের পরেই রয়েছেন রোহিত শর্মা, যার রেটিং ৭৫৬। একই রেটিং হলেও গড়ের হিসাবে তৃতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি (৭৩৬), আর পঞ্চম স্থানে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল (৭২০)।
প্রথম দশে আরও এক ভারতীয়, শ্রেয়স আইয়ার, আছেন ৮ নম্বরে (৭০৪)। কে এল রাহুল রয়েছেন ১৫তম স্থানে। অর্থাৎ শীর্ষ পাঁচে তিন ভারতীয় ব্যাটারের উপস্থিতি ভারতীয় ব্যাটিং শক্তির ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করল।