Languages

খলনায়ক অঙ্কুশ! ‘রক্তবীজ-২’ টিজার মুক্তি পেতেই শুভেচ্ছাবার্তা দেবের

ওয়েব ডেস্ক: ২০২৫ সালের পুজোয় রিলিজ করছে চারটি বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা- ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। ঐতিহাসিক কাহিনী অবলম্বনের দুই মেগাবাজেট সিনেমার ঝলকের পাশাপাশি ‘রক্তবীজ ২’-এর টিজারও শোরগোল ফেলেছে ইতিমধ্যে। পুজোর পর্দায় একদিকে যখন ‘রঘু ডাকাত’-এর সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন রাজনৈতিক থ্রিলার ‘রক্তবীজ ২’ ছবিতে খলচরিত্রে ধরা দেবেন অঙ্কুশ হাজরা। রক্তবীজ-২ এর পয়লা ঝলকে মুনির আলমের চরিত্রে সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা। টিজারের ঝলককে অঙ্কুশকে খলনায়করূপে দেখে মুগ্ধ দেব। জানালেন শুভেচ্ছা।

প্রকাশ পেয়েছে ‘রক্তবীজ ২’ এর টিজার। এই ছবির টিজার দেখে মুগ্ধ হয়েছেন দেব। বন্ধু অঙ্কুশের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় করেছেন একটি পোস্ট। অঙ্কুশকে শুভেচ্ছা বার্তা জানিয়ে দেব লেখেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগলো ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।’

এই ছবিতে মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে। এই ছবিটাও নজর কেড়েছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। তবে সব থেকে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন অঙ্কুশ হাজরা। প্রথম পর্বের শেষেই বোঝা গিয়েছিল দ্বিতীয় পর্বে আসতে চলেছে অঙ্কুশ। রক্তবীজ-2 তাঁর এন্ট্রি যে এত অসাধারণ হতে চলেছে সেটা হয়তো বুঝতে পারেননি কেউ।