ওয়েব ডেস্ক: বক্স অফিসে উঠল ঝড়। প্রথম দিনেই বাজিমাত করল ‘ধূমকেতু’। কোটি টাকার গণ্ডি ছাড়াল এই ছবির বক্স অফিস কালেকশন। ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরেছে দেব-শুভশ্রীর জুটি। এত বছরের অনুরাগীদের অপেক্ষা আজ উন্মাদানার রূপ নিয়েছে।
প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করল ছবিটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন। গতকাল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু। ধূমকেতুর সঙ্গে একই দিনে একটি হিন্দি এবং দক্ষিণী ছবি মুক্তি পেলেও ধূমকেতুর কাছাকাছি আসতে পারেনি কেউ।
The box office isn’t just speaking — it’s thundering for #Dhumketu! 🔥⚡ The roar is deafening, and it’s only getting…
Posted by Subhashree Ganguly on Thursday, August 14, 2025
শুভশ্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই ছবিটি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে। কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক ছবিটি শেয়ার করে লিখেছেন,’ দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’