ওয়েব ডেস্ক: হঠাৎ করেই মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার হল অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবকের দেহ। কেউ কেউ বলছেন, উদ্ধারের সময় দেহে প্রাণ ছিল। তবে দ্রুত সেই যুবককে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মেট্রোর সুড়ঙ্গে ঢুকলেন ওই যুবক? প্রশ্নের মুখে পড়েছে মেট্রোর রেলের দ্রুত নিরাপত্তা ব্যবস্থা।
মধ্যরাতে পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। রোজকার মতোই বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় মেট্রো। নিয়ম অনুযায়ী পরপর লাইন পরীক্ষা নিরীক্ষা করছিলেন আধিকারিকরা। ঘড়ির কাঁটায় ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ রীতিমতো চমকে ওঠেন তাঁরা। পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটারের দূরত্বেই ওই যুবককে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। গোটা ঘটনায় সব থেকে বড় প্রশ্ন, এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে সুড়ঙ্গে নামলেন ওই যুবক? নিরাপত্তারক্ষীদের ভূমিকাও আতসকাঁচের নিচে। মৃত্যুর কারণটাই বা কী? সব কিছু নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর আগেও একই ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। সেই সময় টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছিল রহস্য।