ওয়েব ডেস্ক: ‘ভারত পরমাণু হামলার হুমকি বরদাস্ত করবে না’। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে কড়া জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাক সেনাপ্রধান আসিম মুনির-সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধের জিগির তুলেছেন।মোদির ঘোষণা, পরমাণু যুদ্ধ নিয়ে ভয় দেখালেও ভারত সেটা আর সহ্য করবে না।
লালকেল্লা থেকে এই নিয়ে টানা ১২ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন মোদি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টানা ১১ বার লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন। লালকেল্লা থেকে ভাষণের নিরিখে ইন্দিরাকে ছাপিয়ে দেশের প্রধানমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মোদি। এদিন ভাষণে সন্ত্রাসবাদ থেকে পাকিস্তানের পরমাণু হুমকি থেকে শুল্ক একাধিক বিষয় উঠে আসে।
শুল্ক ইস্যুতে আমেরিকা কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও জরিমানার হুমকির মুখে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”যাই হয়ে যাক, ভারতকে কেউ আটকাতে পারবে না। বর্তমান সময়ই হচ্ছে বিশ্ববাজারে দেশের যোগ্যতা প্রমাণের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রীর কথায়, “এটাই ইতিহাস রচনার মুহূর্ত। আমাদের বিশ্ববাজার শাসন করতে হবে, উৎপাদন খরচ কমাতে হবে। তিনি আরও বলেন, দাম কম, দম বেশি – এই মন্ত্রই আমাদের লক্ষ্য হওয়া উচিত। মানসম্মত পণ্যের মাধ্যমে ভারতকে তার শক্তি প্রমাণ করতে হবে।