দেশের রেল পরিষেবায় এক ঐতিহাসিক পদক্ষেপের পথে ভারত। ডিজেল কিংবা বিদ্যুতের উপর নির্ভর না করে এবার ট্র্যাকে নামতে চলেছে সম্পূর্ণ পরিবেশবান্ধব সুপারফাস্ট হাইড্রোজেন ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এই অত্যাধুনিক ট্রেনের প্রথম ঝলক ও ট্রায়াল রানের ভিডিও। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালানোর গৌরব অর্জন করবে ভারত।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনের ট্রায়াল রান ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন পর্যটন রুটে চালানো হবে মোট ৩৫টি হাইড্রোজেন ট্রেন। প্রথম পর্যায়ে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চলবে এই নতুন ট্রেন।
হাইড্রোজেন সেল-চালিত এই ট্রেনে থাকবে দুই প্রান্তে অভিনব ইঞ্জিন, যা ১২০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন এবং ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম—গতির দিক থেকে যা বন্দে ভারতকেও ছাপিয়ে যাবে। হরিয়ানার জিন্দে অবস্থিত ইলেকট্রোলাইজার থেকে পলিমার ইলেকট্রোলাইট মেমব্রেন প্রযুক্তিতে তৈরি হবে ৪৩০ কেজি হাইড্রোজেন জ্বালানি, যা এই ট্রেনকে শক্তি জোগাবে।
প্রতিটি ট্রেন তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৮০ কোটি টাকা এবং হাইড্রোজেন ট্র্যাক অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি টাকা। পরিবেশবান্ধব এই প্রযুক্তি বাতাসে দূষণ ছড়াবে না, ফলে জলবায়ু রক্ষায় এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ।
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য ট্রেনে থাকছে ২৬৩৮টি আধুনিক নকশার আসন, মোট ৮টি কোচ, এবং প্রতিটি কম্পার্টমেন্টে উন্নত সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা। রেলমন্ত্রী আশাবাদী, এই উদ্যোগ শুধু রেল পরিষেবায় নয়, দেশের পর্যটন ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।
Bharat’s First Hydrogen Train! 🇮🇳
Coming soon… pic.twitter.com/Mtq72zd1Dd— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 12, 2025