ওয়েব ডেস্ক: গণতন্ত্রকে শক্তিশালী করে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর মন্তব্য,বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গণতন্ত্রকে শক্তিশালী করে দেশের জনগণের কাছে স্থাপন করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। মালয়েশিয়ায় এক বিশেষ অনুষ্ঠানে চোখ দিয়েছেন মহম্মদ ইউনুস। সেখান থেকেই শক্তিশালী গণতন্ত্রের কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার চিন্তাভাবনা রয়েছে। নির্বাচনের মাধ্যমে সঠিক প্রতিনিধির কাছে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। ‘গণতন্ত্রকে শক্তিশালী করে একটি আরও বলিষ্ঠ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি স্বপ্ন দেখেন, এমন একটি বিশ্ব তৈরি হবে, যেখানে মানুষ মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে থাকবেন। সেখানে না থাকবে কোনও বৈষম্য ও ভয়ভীতি। গত বছরের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, দেশের যুবসমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। একটি উন্নত ভবিষ্যতের জন্য দেশের শত শত শিক্ষার্থী ও তরুণ প্রাণ দিয়েছে। যাতে সবাই মর্যাদার সঙ্গে, ভয়ভীতি, বৈষম্য ও অবিচারমুক্তভাবে বসবাস করতে পারে। সেই প্রচেষ্টাই করা হয়েছে।
তাঁর গলায় শোনা গিয়েছে, একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত অন্তর্বর্তী সরকার। যেখানে শাসন হবে ন্যায়ভিত্তিক, অর্থনীতি হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সাফল্যের পথে প্রত্যেকে সমান সুযোগ পাবে। এই সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোযোগী।