Languages

সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, বড় নির্দেশ রাজ্যের

ওয়েব ডেস্ক: রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে প্রতিদিন অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন এখন থেকে বাধ্যতামূলক। বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। এই পরিস্থিতি নিয়ে টলিউডের প্রথম সারির কলাকুশলীরা বারবার সরব হয়েছেন । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সম্প্রতি পরিচালক, প্রযোজক, পরিবেশক ও হলমালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর বুধবার গোটা বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা হয়। বৈঠক সফল হয় এবং মন্ত্রী জানান, “বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে।”

বুধবার নবান্ন নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যের সব সিনেমাহল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে ৩৬৫ দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে। ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই নির্দেশিকা জারি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।আগে প্রাইম টাইমের সময়সীমা ছিল দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত, তবে এবার সেটি কমিয়ে বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত করা হয়েছে । এর ফলে 365 দিনের জন্য প্রতিটি স্ক্রিনে অন্তত একটি বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক হল।