Languages

ছবির সাফল্যে বড়মার মন্দিরে দেব-শুভশ্রীর

ওয়েব ডেস্ক: রাত পোহালেই মুক্তি পেতে চলেছে ধূমকেতু। তাই ধূমকেতুর সাফল্য কামনা করে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটিতে অভিনেতা দীপক অধিকারী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন দুজনকে রংমিলান্তি পোশাকে দেখা গেল। খাদানের পর এবার ধুমকেতু নিয়ে উন্মাদনা তুঙ্গে। দীর্ঘ বছর বাদে বাংলা সিনেমার অন্যতম জুটিকে দেখতে পাওয়া যাবে সিনেমার পর্দায়।

সংসদ অভিনেতা দীপক অধিকারী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন ধুমকেতু । আর সেই ছবির সাফল্য কামনা করে বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসেন ধুমকেতু চলচ্চিত্রের কলাকুশলিরা। বড়মার আশীর্বাদ নিয়েই এই ছবি মুক্তি পেতে চলেছে। ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী অভিনেতা দীপক অধিকারী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই। এই জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটি বড়মার মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা ‌।