Languages

‘উড়িয়ে দেওয়া হবে পুরীর মন্দির’! হুমকি পোস্টারে আতঙ্ক জগন্নাথ মন্দিরে

স্বাধীনতা দিবসের প্রাক্কালে চাঞ্চল্য ছড়াল ওড়িশার পুরীতে। জগন্নাথ মন্দির সংলগ্ন একটি দেওয়ালে পাওয়া গেল ভয়াবহ হুমকি বার্তা—“পুরীর জগন্নাথ মন্দিরকে ধ্বংস করা হবে”। ওড়িয়া ও ইংরেজি দুই ভাষায় লেখা এই পোস্টার দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরীজুড়ে।

ঘটনার পরই দ্রুত তৎপর হয়েছে ওড়িশা পুলিশ। হুমকির নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত। মন্দির ও আশপাশের এলাকা ইতিমধ্যেই নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিটি গলি, মোড় ও কর্নারে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুরনো সিসিটিভি ফুটেজও খুঁটিয়ে দেখা হচ্ছে।

পুরী মন্দিরের প্রশাসন ও কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মন্দির চত্বর যেহেতু ভিভিআইপি ও উচ্চ নিরাপত্তা জোন, তাই এমন ঘটনা অত্যন্ত অনভিপ্রেত বলে মনে করছে স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওড়িশা সরকার জানিয়েছে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুরী শহরজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।