ওয়েব ডেস্ক: পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে রেশনের পর মানুষের সুবিধার জন্য নতুন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান নামে নতুন পরিষেবা শুরু করা হয়েছে। এখানে কোন পাড়ায় কোনো সমস্যা হলে, তার সমাধানের জন্য ব্যবস্থা করা হবে। ২ অগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান।
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি কেমন চলছে, খতিয়ে দেখতে জলপাইগুড়িতে খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক। এই পরিষেবা শিবিরে পরিদর্শন করতে হবে মন্ত্রীদের। এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা মেনে এদিন খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি হাজির হয়েছিলেন শিবিরে। কি ধরনের কাজ চলছে, কত সংখ্যক মানুষ আসছেন, তাদের কি সমস্যা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।