Languages

জন্মাষ্টমীর ছুটি নিয়ে ক্ষোভ শিক্ষা মহলে

ওয়েব ডেস্ক: গোটা দেশজুড়ে শনিবার পালিত হবে জন্মাষ্টমী। এবার এই জন্মাষ্টমীর ছুটি নিয়ে শিক্ষামহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার কারণ সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় স্বাধীনতা দিবসের দিনেই জন্মাষ্টমীর দিনটি ধরা হয়েছে। কিন্তু পঞ্জিকা মতে জন্মাষ্টমী হচ্ছে শনিবার। গোটা দেশেই এই দিনেই পালন হবে জন্মাষ্টমী।
শুক্রবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে স্কুলে অনুষ্ঠান হয়। সেই দিন স্কুলে যান শিক্ষকরা। পড়ুয়াদেরও আসার কথা থাকে। কিন্তু এইবার স্বাধীনতা দিবসের পরের দিন পঞ্জিকা মতে জন্মাষ্টমী। কিন্তু সরকারি ছুটি হিসেবে ১৫ই আগস্ট কেই জন্মাষ্টমী হিসেবে দেওয়া হয়েছে। এখানেই বেঁধেছে গোল।

নবান্নের সরকারি কর্মীদের ওই ছুটির তালিকাই পরে মধ্যশিক্ষা পর্ষদ অনুকরণ করে প্রকাশ করেছে। ফলে সেখানেও ১৫ অগস্ট জন্মাষ্টমীর ছুটি দেওয়া হয়েছে। শিক্ষকরা জানাচ্ছেন, তিথি, পঞ্জিকা ও ক্যালেন্ডার অনুযায়ী জন্মাষ্টমী ১৬ অগস্ট, শনিবার। সারা দেশ জুড়ে ১৬ অগস্ট জন্মাষ্টমী পালন হবে। তাই তাঁদের দাবি স্কুলে ১৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি দেওয়া হোক। শিক্ষকদের একাংশের অভিযোগ, সরকারি কর্মীদের যেহেতু শনিবার ছুটি থাকে তাই হয়তো এই জন্মাষ্টমীর ছুটি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে কোনো হেলদোল হয়নি। কিন্তু স্কুলে কেন শনিবার ছুটি দেওয়া হবে না?