Languages

নির্বাচন কমিশনে হাজিরা দিতে দিল্লিতে মুখ্য সচিব

ওয়েব ডেস্ক: অভিযোগ উঠেছিল ভোটের কাজে অনিয়ম করা হয়েছে। এই অভিযোগে চার অফিসার কে সাসপেন্ড করার কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই কথা শোনেনি রাজ্য। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে।

বুধবার মুখ্য সচিব মনোজ পন্থকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেইমত বুধবার সকালে দিল্লির উদ্দেশ্যে চলে গেলেন রাজ্যের মুখ্য সচিব। সেদিন বিকেল পাঁচটায় তাকে সময় দেওয়া হয়েছে। সেইমতো নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন মনোজ পন্থ। চার আধিকারিক এর বিরুদ্ধে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে বলেছে, সেই ব্যবস্থা না নিয়ে মুখ্য সচিব জানিয়েছেন, ওই চার আধিকারিক সত্যিই অনিয়মের সঙ্গে জড়িত কিনা, তা নিয়ে তদন্ত করার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি আধিকারিকদের কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। তার উপর নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্বও থাকে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। এ অবস্থায় অনেক ক্ষেত্রেই সরল বিশ্বাসে অধস্তনদের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়। তাঁরা ধারাবাহিক ভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।

এমন ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান ছাড়াই কোনও সিদ্ধান্ত নিলে, তা তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হয়ে যেতে পারে। এরপরেও মুখ্য সচিব কে তলব করা হয়েছে। এদিন তিনি কি উত্তর দেন সেটাই এখন দেখার।চার আধিকারিককে সাসপেন্ড না করলেও দুজনকে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।