গত জুনে হার্নিয়া অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিট নন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফিজিয়ো ও মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে কাটছে তাঁর পুনর্বাসনের সময়। ইতিমধ্যেই ব্যাট হাতে অনুশীলন শুরু করলেও কাঙ্ক্ষিত ফিটনেস ফেরত পাননি তিনি। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ এশিয়া কাপ, আর ঠিক পরদিন আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারত। টুর্নামেন্টের এত কাছে এসে সূর্যের চোটের জন্য চিন্তায় পড়েছে বিসিসিআই।
একই সঙ্গে ফিটনেস সমস্যায় ভুগছেন দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। সোমবারই তিনি এক দফা ফিটনেস টেস্ট দিয়েছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে অনুশীলন শুরু করলেও, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখা হার্দিককে পুরোপুরি তৈরি দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতিতে ওপেনিং জুটিতে নিশ্চিতভাবেই দেখা যাবে শুভমান গিলকে। তাঁর সঙ্গী হিসেবে অভিষেক শর্মার নাম এগিয়ে, যিনি সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছেন। তবে প্রতিভাবান যশস্বী জয়সওয়ালের কথাও ভাবছে দল। কুড়ি ওভারের ফরম্যাটে আগে অভিষেকের সঙ্গে ওপেন করতেন সঞ্জু স্যামসন, কিন্তু গিল দলে এলে স্যামসনের স্থান সরে যাবে তিন নম্বরে। চার নম্বরে থাকবেন অধিনায়ক সূর্য, পাঁচে শ্রেয়স আইয়ার বা তিলক ভার্মা, ছয়ে হার্দিক পান্ডিয়া। এরপর অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। পেস আক্রমণে যশপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং, আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পাবেন কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী। দুবাইয়ের পিচ স্পিন সহায়ক হলে দুই স্পিনারকেই খেলানোর সম্ভাবনা আছে।
অতিরিক্ত স্কোয়াডে থাকতে পারেন রিঙ্কু সিং, শিবম দুবে, ঈশান কিষান, ধ্রুব জুরেল, হর্ষিত রানা ও রবি বিষ্ণোই। পেসার মহম্মদ সিরাজের প্রত্যাবর্তন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজে তিনি ছিলেন না। সব মিলিয়ে সূর্য ও হার্দিকের ফিটনেস রিপোর্টের উপরই অনেকটা নির্ভর করছে এশিয়া কাপে ভারতের চূড়ান্ত দলগঠন।