ওয়েব ডেস্ক: দিল্লিতে মহিলা সংসদদের হেনস্তা করেছে পুলিশ। তাঁদের চুলের মুটি ধরে হেনস্তা করা হয়েছে। সংসদ থেকে বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছিলেন সাংসদরা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ তা হতে দেয়নি। কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে দিল্লি পুলিশকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, “দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বর্বর ব্যবহার করেছে। মহিলা সাংসদদের হেনস্তা করা হয়েছে। দিল্লির পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। এসি এসটি জনপ্রতিনিধির হেনস্তা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ দিল্লি পুলিশ সাংসদদের সঙ্গে জবরদস্তি করেছে।”
অভিষেক আরও বলেন, “নির্বাচন কমিশনকে তল্পিবাহকে পরিণত করেছে বিজেপি। বাংলার একজনের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে কমিশন ঘেরাও হবে। এক লক্ষ লোক দিয়ে কমিশন ঘেরাও করব। বিজেপির কেউ বাঁচতে পারবে না।এই ভোটার লিস্টের নিয়ে লোকসভা ভোট হয়েছে। তাহলে বিধানসভা ভোট নয় কেন। কাল যেটা দেখেছেন সেটা সবের শুরু। লোকসভা ডিসলভ করে ফ্রেশ ভোট হোক। প্রথমে বিজেপি শুরু করুক তারপর সবাই করবে। বিজেপি ক্ষমতা থেকে সরে আসলে আমরাও সরে আসব।”
উল্লেখ্য, মঙ্গলবার দলীয় সাংসদের সঙ্গে দিল্লিতে মধ্যাহ্ন ভোজের বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লির পার্টি অফিসে সেই বৈঠক হবে। এই বৈঠকে যোগ দিতেই কলকাতা থেকে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।