ওয়েব ডেস্ক: নবান্ন অভিযানে আহত হয়েছেন অভয়ার মা। আন্দোলনের দু’দিন পর FIR দায়ের করলেন আরজি করের নির্যাতিতার বাবা। জানা গিয়েছে, সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে একটি মেইল পাঠিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ দায়ের করা FIR-এ পুলিশে পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা।
অভিযোগ পত্রে অভয়ার বাবার দাবি, নবান্ন অভিযানের দিন তিলোত্তমার মায়ের হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। তাঁর মাথায় ও পিঠে আঘাত করে পুলিশ। এই আঘাতের কারণে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় টেনে তাঁর দাবি, ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মা-কে ভর্তি করা হলে সেখানেই তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তারপরেও কোন ইনজুরি সার্টিফিকেট পাননি তাঁরা। এক কথায় অভিযান দুই দিনের মাথায় তাঁর তোলা অভিযোগগুলির ভিত্তিতে আইনত পদক্ষেপ নিলেন তিলোত্তমার বাবা। শংসাপত্র না মিললেও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে একটি ডিসচার্জ রিপোর্ট পেয়েছেন তিলোত্তমার পরিবার, এমনটাই খবর।