ওয়েব ডেস্ক: দিঘার জগন্নাথ ধামের পর এবার ‘দুর্গা অঙ্গন।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পর বাংলায় আরও একটি ‘সাংস্কৃতিক কেন্দ্র’ তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ওই নির্মাণের সিদ্ধান্তে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দপ্তর এবং হিডকো যৌথভাবে ‘দুর্গা অঙ্গন’ তৈরি করবে।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ‘দুর্গা অঙ্গন’ তৈরির কথা ঘোষণা করেন।” তিনি আরও জানান, ‘দুর্গা অঙ্গন’ তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে।মন্দির নির্মাণের বাজেট কত হবে, কোথায় এই মন্দির তৈরি হবে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। অরূপ বিশ্বাস আরও বলেন, ‘‘দিঘার মন্দিরের মতো একটি দর্শনীয় স্থান হবে আমাদের বাংলায়।’’কোথায় হবে তার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে জানান মন্ত্রী। তিনি এ-ও জানান, এখনও বাজেট নির্ধারণ হয়নি। আগে জায়গা দেখা হবে, তার পর সে সব জানানো হবে।