Languages

‘অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস…’, ভারতকে নিশানা করে পরমাণু যুদ্ধের হুমকি পাক সেনাপ্রধানের

ওয়েব ডেস্ক: সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। মনে করিয়ে দিলেন, তাঁরা পরমাণু শক্তিধর দেশ।

মুনির আমেরিকা সফরে গিয়েছেন। পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ এবং তৎপরবর্তী দুই দেশের সংঘাতের পরে দু’মাসে এই নিয়ে দু’বার আমেরিকায় গেলেন মুনির। সেখান থেকেই পরমাণু শক্তির হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে বার্তা দিয়েছেন ভারতকেও। পাক সেনাপ্রধান আরও বলেন, ভারতের দিকে ছোড়ার জন্য মিসাইলের অভাব নেই পাকিস্তানের। ১০টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন মুনির।

রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে যোগ দিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ পহেলগাম হামলার পর সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেদিয়েছে ভারত। ভারত চুক্তির শর্ত না মানলে পাকিস্তানে জলের সঙ্কট তৈরি হতে পারে। মুনির সে প্রসঙ্গে বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব।’’